সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটির এক জরুরী সভায় সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৭ মে মঙ্গলবার জামাইকার হালাল ডাইনার রেস্টুরেন্টে জরুরীভিত্তিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা সুফিয়ান খান। অন্যান্য উপদেষ্ঠাদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী সংগঠন সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনে সৃষ্ট সঙ্কট এবং এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বলা হয়েছে, গত ১০ মে সদরের উপদেষ্টাদের কয়েকজন এবং অল্পসংখ্যক সদস্যদের এক ভিন্ন সভায় গঠন্তন্ত্র বিরোধী সিদ্ধান্ত নেয়া হয়েছিল। দুই বছরের জন্য সংগঠনের কার্যকরি কমিটি গঠনের মত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্বাভাবিক গনতান্ত্রিক পন্থা অবলম্বন না করে এবং সবার সাথে ব্যাপক যোগাযোগ না করে সদরের কমিটি গঠনের সিদ্ধান্তটি অনিময়মকান্ত্রিত হয়েছে। এর সংশোধনের জন্য জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত উপদেষ্টারা এ মতামত ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে তাড়াহুড়া করে অনিয়মতান্ত্রিকভাবে নেয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। সিলেট সদর অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠন্তান্ত্রিক উপায়ে কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্ঠা সুফিয়ান খান, উপদেষ্ঠা মাসুম চৌধুরী ও আলতাফ চৌধুরী বাংলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ত্রুটিপূর্ন সিদ্ধান্তকে বাতিল করে সঠিক উপায়ে সংগঠনকে এগিয়ে নেয়ার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সদর অ্যাসোসিয়েশনের স্বার্থে এবং ঐতিহ্যবাহী এ সংগঠনটিতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই এ জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। সদর অ্যাসোসিয়েশনে গত দুই বছর থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রোনেল বলেছেন, কিছু চিহ্নিত ব্যক্তির অনাকাংখিত তৎপরতায় সংগঠনে বিশৃংখলা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। তা কিছুতেই করতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন এ সংগঠনকে একটা মার্যাদাপূর্ন অবস্থানে নেয়ার জন্য যারা কাজ করেছেন, তাঁদের মার্যাদা অক্ষুণ্ণ রাখা হবে যেকোন মূল্যে।
অপরদিকে সম্প্রতি গঠিত নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে মঙ্গলবারের বৈঠকে ডাকা হলেও তাঁরা উপস্থিত হননি বলে প্রধান উপদেষ্ঠা জানিয়েছেন। এ পক্ষ উপদেষ্ঠা পরিষদের সিদ্ধান্ত না মানলে কী করা হবে- এমন প্রশ্নের জবাবে সুফিয়ান খান বলেছেন গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সদর থানা আসোসিয়েশনে উপদেষ্ঠাদের সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে অপরপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। #
ছবিঃ সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের উপদেষ্ঠাদের জরুরী সভা
Leave a Reply