শোকবার্তা
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সাবেক সভাপতি মুজিবুর রহমান শাহজাহান ভাইয়ের বড় ভাই সিলেটের মিরাবাজার নিবাসি মো: আবিদুর রহমান চৌধুরী (রুকন) গতকাল রাত 10:50 মিনিটে ফিলাডেলফিয়ায় ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।
জানাজা আগামীকাল বাদ জোহর North East Islamic center, 1421 Tyson Ave, Philadelphia. মরহুমের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়ার বিনীত অনুরোধ।
মোহাম্মদ আবিদুর রহমান চৌধুরীর মৃত্যুতে সিলেট সদর থানা এসোসিয়েশন শোক প্রকাশ করছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছে।
শোকবার্তায়
আব্দুল মালেক খান লায়েক
সভাপতি
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা
ডি এম রনেল
সাধারণ সম্পাদক
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা
Leave a Reply