সিলেট সদর থানা এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। নিউ ইয়র্কের জামাইকার হিলসাইড এভিনিউ এর একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় জানানো হয়,সাধারণত সিলেট সদর থানা এসোসিয়েশন যুক্তরাষ্ট্রে ইফতার মাহফিল বৃহৎ আকারে না করে সেই অর্থ বাংলাদেশে আর্তমানবতার সেবায় নিয়োজিত করে। সিলেট সদর থানা এসোসিয়েশন করোনা কালে দেশে এবং বিদেশে আর্ত মানবতার দৃষ্টান্ত স্হাপন করে। সভায় বক্তারা সিলেট সদর থানা এসোসিয়েশনের বর্তমান কমিটির সকলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সভায় সিলেট নাট্য পরিষদের সভাপতি মিশফাক চৌধুরী মিশুকে করোনা কালে সিলেট সদর থানা এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান করায় তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, জালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী , লীগ অফ আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী, হাসান চৌধুরী মাসুম,সিলেট নাট্য পরিষদের সভাপতি মিশফাক চৌধুরী মিশু,আক্তার হোসেন টিপু। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুফিয়ান খান, উপদেষ্ঠা আলতাফ চৌধুরী, সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েক, সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল, সহ সভাপতি মুকুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমী, আব্দুল ওয়াদুদ, ক্রীড়া সম্পাদক মিনহাজ চৌধুরী সহ অনেকে।
Leave a Reply