সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার রজত জয়ন্তীতে গান গাইবেন বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল ও লালন কন্যা লায়লা। তাছাড়াও শফি মন্ডল ও লালন কন্যা লায়লা ছাড়াও সংগীত পরিবেশন করবেন কৃষ্ণা তিথি, শেখ নীলিমা শশী,রাজীব, শাহ মাহবুব, ত্রিনিয়া হাসান, অন্তরা হক, লন্ডন থেকে আগত শিল্পী তাজুল ইমাম সহ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের শিল্পীরা।
এ প্রসঙ্গে সিলেট সদর থানা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল বলেন, সিলেট সদর থানা এসোসিয়েশন একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী সংগঠন। তাই এই সংগঠন যখনই কোনো প্রোগ্রাম এর আয়োজন করেছে সবসময় কিছু না কিছু বৈচিত্র রেখে করেছে, তাই এই রজত জয়ন্তী উদযাপনেও থাকবে বৈচিত্র।
Leave a Reply