সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা আয়োজিত বার্ষিক বনভোজন ১৮ জুলাই নিউ ইয়র্কের এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হয়। বনভোজনের এই অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবে পরিণত হয়। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এই বনভোজন আয়োজনে সকলের প্রশংসা পায়। বনভোজনে মঞ্চ নির্মাণ সকলকে আকৃষ্ট করে।
বনভোজনে সিলেট সদর থানা এসোসিয়েশনের ১৯৯৫ থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মূল ধারার রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন মহলের উপস্থিতি বনভোজনের এই অনুষ্ঠানকে আনন্দ মিলনমেলায় পরিণত করে।
মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন করে সকলের প্রশংসা অর্জন করে আয়োজকবৃন্দ।
তাছাড়া অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বনভোজনের প্রতিটি কার্যক্রম আগত অতিথিরা প্রশংসা করেন।
বনভোজনের শেষে সিলেট সদর থানা এসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক খান লায়েক এবং সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল সকলকে ধন্যবাদ জানান।
সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার বর্তমান কার্যকরী কমিটির সহ সভাপতি শাহনেয়াজ কোরেশি, মুকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমী,আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক টিটু আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমেদ, প্রচার সম্পাদক রাজিব খান,ক্রীড়া সম্পাদক মিনহাজ চৌধুরী, সদস্য নাসিম চৌধুরী, মাহবুব রহমান জয় দেব জয়
আগত সকল অতিথিদের ধন্যবাদ জানান।
Leave a Reply