২৭ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জুইস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সিলেট সদর অ্যাসোসিয়েশন অফ আমেরিকার শপথ গ্রহণ অনুষ্ঠান।
সিলেটে শতাব্দির ভয়াবহতম বন্যার পানি এখন নামছে। ত্রাণ তৎপরতা এবারের মত এত ব্যাপক আগে কোন দূর্যোগের সময়ে দেখা যায়নি। নানা ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে ফান্ড রেইজিং করে, ত্রাণ বিতরণের জন্য টাকা পাঠানো হচ্ছে সিলেটে। উপদ্রুত অন্চলের মানুষের পাশে পানীয় এবং খাবার নিয়ে দাঁড়াচ্ছে মানুষ।
সিলেট সদর থানা অ্যাসোসিয়েশ অতীতের মত এবারেও সিলেটের মানুষের দুঃসময়ে পাশে রয়েছে।
সিলেটের বন্যা দূর্গত মানুষের প্রতি ভালোবাসা পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে সদর। নিউইয়র্কে ফান্ডরেইজিং করছে সংগঠনটি।
২৬ জুন জুয়েল চৌধুরী জানিয়েছিলেন, সংগঠনটির ব্যানারে ত্রাণ বিতরণের জন্য ইতিমধ্যে ১৫ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে। জুয়েল চৌধুরী সদরের বর্তমান কমিটির একজন কার্যকরি সদস্য। রানা ফেরদৌস এবং দুরদ মিয়ার নেতৃত্বে নতুন কার্যকরি পরিষদটি শপথ নেয়ার আগেই কাজে নেমে পড়েছেন বলে জানিয়েছিলেন জুয়েল চৌধুরী।
তখন সিলেটে বন্যা ছিল না। সিদ্ধান্ত হয়েছিল একটি আড়ম্বরপূর্ণ অভিষেক অনুষ্ঠান হবে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। প্রবাসীরা উপভোগ করবে সিলেট সদর আয়োজিত আরও একটি উপভোগ্য সন্ধ্যা।
সিলেটের বন্যা পরিস্থিতি বিবেচনায় গত রাতের আয়োজনটি অনাড়ম্বর হয়েছে। স্থান পরিবর্তন করা হয়েছিল। ছোট পরিসরে,
স্রেফ শপথ এবং সিলেটে সাহায্য পাঠানোর বিষয়টিকে ফোকাস করে অনুষ্ঠানটি করা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সংগঠনের কর্মকর্তারা। তবে অনাড়ম্বর হলেও গতকালের এ অনুষ্ঠানে জৌলুস ছিল। প্রবাসের একজন খ্যাতমান সাংবাদিক, যুগভেরী পত্রিকার সাবেক সম্পাদক, নিউ ইয়র্কের বাংলা পত্রিকার কর্ণধার, সিলেট সদরের কৃতি সন্তান সকলে শ্রদ্ধার মাহবুবুর রহমান সভাপতিত্ব করেছেন। জুয়েল চৌধুরীর পরিচালনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ছিল।
আয়োজনের মূল আকর্ষণ অবশ্য নতুন কার্যকরি পরিষদ। এবারে রানা ফেরদৌস সভাপতি হওয়ায় এবং দুরুদ মিয়া সেক্রেটারি থাকায় সদরের এই কমিটি প্রবাসী সিলেটিদের মধ্যে ব্যাপক আশার সন্চার করেছে।
সদরের নতুন সভাপতি রানা চৌধুরী তাঁর বক্তব্যে, অতীতের ন্যায় সিলেটের মানুষের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরো বক্তব্য রাখেন আহবায়ক কমিটির আহ্বায়ক শাহাদাৎ মজুমদার, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শাহজাহান, সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা সুফিয়ান খান, সাবেক উপদেষ্টা হাসান চৌধুরী মাসুম, সংগঠনের সাবেক উপদেষ্টা ইফজা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ফকু চৌধুরী সহ অনেকে। তাছাড়া নতুন কার্যকরী কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। সিলেট সদর থানা এসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদ নিম্নরূপ
সভাপতি: রানা ফেরদৌস চৌধুরী
সহ সভাপতি : আমিনুল ইসলাম নাসিম
সহ সভাপতি: জুবায়ের চৌধুরী শাহীন
যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল ওয়াদুদ
যুগ্ম সাধারণ সম্পাদক: মেহরাজ ফাহমী
সাংগঠনিক সম্পাদক: মিনহাজ চৌধুরী
কোষাদক্ষ: রাজীব খান
প্রচার সম্পাদক :হিমেল চৌধুরী সোহেল
দপ্তর সম্পাদক : সুবিন পুরকায়স্থ
আইন এবং আন্তর্জাতিক সম্পাদক : জয় দেব জয়
সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক: জাকির হোসাইন
ক্রীড়া সম্পাদক: সারওয়ার চৌধুরী
মহিলা বিষয়ক সম্পাদিকা: সেলিনা উদ্দিন
সহ মহিলা বিষয়ক সম্পাদিকা: ডালিয়া সারওয়ার
কার্যকরী সদস্য:
জুয়েল চৌধুরী
জাবেদ আহমেদ বাবু
আক্তার রহমান টিপু
জ্যোতির্ময় দত্ত নিশু
Leave a Reply