সিলেট নগরীর ১৭, ১৮ ও ১৯নং সহ বিভিন্ন ওয়ার্ডের গণটিকা কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
শনিবার দুপুরে তিনি এসব টিকা কেন্দ্র পরিদর্শনে যান।
এসময় তিনি টিকা নিতে আসা নাগরিকদের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের সকল সদস্য ও প্রতিবেশীদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার অনুরোধ জানান।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জ্বল ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply