উত্তর আমেরিকা অফিসঃ
যেকোন মূল্যে সিলেট সদর অ্যাসোসিয়েশনের ঐতিহ্য ও স্বচ্ছতাকে অক্ষুণ্ণ রাখা হবে। যারা এ সংগঠনকে নিয়ে দুরবিসন্ধি করতে চায়, তাদের দমন করা হবে। সিলেটের উদারতা, সহমর্মিতা ও সৌজন্যের ঐতিহ্য বিনষ্টকারীদের কোন অবস্থায়ই প্রশ্রয় দেয়া হবে না।
৩০মে সোমবার সন্ধ্যায় জামাইকার মতিন রেষ্টুরেন্টে সিলেট সদর অ্যাসোসিয়েশনের জরুরী সভায় আলোচকরা এসব কথা বলেছেন। সংগঠনের উপদেষ্ঠাগন, সদরের অগ্রজ এবং তরুণদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁরা সিলেট সদর অ্যাসোসিয়েশন নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী সিলেট সদর অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। যারা সংগঠনের লগো ও নাম ব্যবহার করে কমিটির নামে কার্যক্রম চালাচ্ছে, তাদের তা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। আলোচনা সভায় এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য দ্রুতই পূর্ণাংগ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে অন্তবর্তিকালীন কাজ পরিচালনার জন্য শাহাদত মজুমদারকে আহবায়ক করে ১১ সদস্যের কমিটি গঠন হয়েছে। রানা ফেরদৌস চৌধুরী এবং মুজিবুর রহমান শাহজাহান যুগ্ম আহবায়ক হয়েছেন। সদস্য সচিব করা হয়েছে সামছুর রহমানকে এবং এ কমিটির বাকি সদস্যরা হলেন, মাহবুব রহমান, ঝিলাম চৌধুরী, জুয়েল চৌধুরী, জাবেদ আহমেদ বাবু, হিমেল চৌধুরী এবং নাসিম চৌধুরী।
শীঘ্রই প্রবাসের আতিহ্যবাহী এ সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে ব্যাপক গন সংযোগ হবে। সভায় নিউইয়র্কের সদর প্রবাসীদের ঐক্যবদ্ধ করার অঙ্গীকার উচ্চারিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করে সংগঠনের উপদেষ্ঠা মন্ডলীর প্রধান জনাব সুফিয়ান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন, হাসান চৌধুরী মাসুম, রানা ফেরদৌস, জুয়েল চৌধুরী, দেবাশীষ দে, ফকু চৌধুরী, আলতাফ চৌধুরী, শামছুর রহমান, জাহেদ চৌধুরী, মাহবুব রহমান, নাসিম চৌধুরী, জাবেদ আহমেদ বাবু, দুরুদ মিয়া রনেল, জুবায়ের চৌধুরী শাহিন, জয় দে, মিনহাজ চৌধুরী, রাজিব খান, হুমায়ুন চৌধুরী, হিমেল চৌধুরী, সারওয়ার চৌধুরী, জাহাঙ্গীর বাসিত, মেহরাজ ফাহমী, হারুন রসীদ মামুন, আবু চৌধুরী, আনজু খান। মুজিবুর রহমান শাহজাহান বর্তমানে মিশিগানে অবস্থানরত, ফোনে জুয়েল চৌধুরীর সাথে আলাপ হয়েছে। তিনি অতীতের ন্যায় সিলেট সদর অ্যাসোসিয়েশনের সাথে আছেন বলে জানিয়েছেন। আলমগীর কুমকুম সিলেট থেকে ফকু চৌধুরীকে ফোনে সদরের আজকের সভার সিদ্ধান্তে আগাম সমর্থন জানিয়েছেন।
Leave a Reply