আজ বাদ আসর ৮ নং ওয়ার্ডের পাঠানটুলায় পার্ক ভিউ জামে মসজিদে, বীর মুক্তিযোদ্বা মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মাসুকউদ্দিন আহমেদ র জন্মতারিখপালন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ মিলাদ ও মোনাজাত আয়োজন করা হয়েছে।উক্ত মোনাজাতে স্থানীয় সর্বস্থরের মুসল্লী গণ শরিকান ছিলেন।সার্বিক তত্বাবধায়নে ছিলেন মহানগর আওয়ামিলীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য জনাব সাব্বির খান।
Leave a Reply