বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের শারীরিক সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কের উডসাইডে অবস্থিত গুলশান টেরেসে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মলরঞ্জন গুহ, প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
সভার প্রারম্ভে জনাব আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সহধর্মিনী সুলতানা শামীমা চৌধুরী রিতা টেলিফোনে জনাব বাহাউদ্দিন নাসিমের শারীরিক অবস্থা সম্পর্কে নেতাকর্মীদের অবহিত করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন উডসাইড বায়তুল জান্নাত মসজিদের ইমাম হেলাল আহমেদ।
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান ও এইচ এম ইকবালের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন
ড: মাসুদুল হাসান, গাজী লিটু,শরাফ সরকার,আব্দুল বাতেন, গোলাম রব্বানী চৌধুরী, আইরিন পারভীন, আব্দুল হাসিব মামুন, নুরুল আবসার সেন্টু, এ কে এম আলমগীর, শাহীন আজমল, শেখ মকলু, হাবিব উদ্দিন ভূঁইয়া, নিজাম উদ্দিন,আব্দুল কুদ্দুস, তরিকুল হায়দার চৌধুরী এবং মেহরাজ ফাহমী।
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, জাফর আহমেদ, গিয়াস উদ্দিন, কবির আলী, শেখ জামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক সিকদার মোহাম্মাদ রুমি।
বক্তারা জননেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তার আশু রোগমুক্তি কামনা করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
Leave a Reply