করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে লকডাউন চলছে। যার ফলে এইবারের রমজান প্রতিবারের চেয়ে অনেক আলাদা। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য নিত্যদিনের খাবার যোগাড় করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আর সেইসব শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পূর্ব ঘোষিত মাস ব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ,আজও নগরীর চাদনীঘাঠে অসহায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জনাব আসাদ উদ্দিন আহমদ। মহানগর ছাত্রলীগ এর একাংশের উদ্যোগে প্রথমে সাড়িবদ্ধ ভাবে ইফতার বিতরণ করেন ,এবং পরবর্তীতে দোকানে দোকানে , ভাসমান মানুষের মাঝে ,পায়ে হেটে ইফতার বিতরণ করেন । আসাদ উদ্দিন আহমদ বলেন, দেশে চলমান করোনা পরিস্থিতিতে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পাশে দাড়াতে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও সেহেরী বিতরণ অব্যাহত রেখেছি। এসময় তিনি সমাজের উচ্চবিত্ত, বিওশালী মানুষদের পাশাপাশি , যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও সামাজিক মহামারী করোনা দ্বিতীয়বার আঘাত হেনেছে, তাই সবাই কে সচেতন থাকার আহ্বানজানিয়েছেন।
Leave a Reply