যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট সদর থানা এসোসিয়েশন পদার্পণ করতে যাচ্ছে ২৫ বছর বয়সে। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা দুইদিন ব্যাপী কার্যক্রম হাতে নিচ্ছে। আজ নিউইয়র্কের কুইন্স এ এই উপলক্ষে সিলেট সদর থানা এসোসিয়েশনের একটি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেলের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সাবেক উপদেষ্টা রানা ফেরদৌসী চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুব, সংগঠনের উপদেষ্টা দুলাল মিয়া এনাম, সহ সভাপতি মুকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমী, মোহাম্মদ ওদুদ, প্রচার সম্পাদক রাজিব খান, কোষাধক্ষ আব্দুল হাফিজ আবদার।
সভায় রজত জয়ন্তী উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।
তাছাড়া সংগঠনের সভার শুরুতে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুব এর পিতা সিলেট শহরের সুনামধন্য টেইলার্স মাস্টার্স টেইলার্স এর স্বত্বাধিকারী জনাব হাজী মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব এবং বর্তমান কার্যকরী কমিটির সদস্য নাসিম চৌধুরীর ভাতিজা মৃত্যুবরণ করায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনটির কোষাধক্ষ আব্দুল হাফিজ আবদার।
Leave a Reply