জমে উঠেছে আসন্ন জালালাবাদ এসোসিয়েশন নির্বাচন প্রস্তুতি। গত ৩ এপ্রিল রবিবার সংগঠনের মনোনয়ন বিতরণ করা হয়। ৩৭ জন প্রার্থী ১৯ টি পদের বিপরীতে মনোনয়ন সংগ্রহ করেন। তবে এবার সব চেয়ে আলোচনায় রয়েছেন সভাপতি পদে বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু, এবং সাধারণ সম্পাদক পদে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সাধারণ সম্পাদক দুরুদ মিয়া রনেল । সানু এবং রনেল সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্যানেল নির্বাচন করবেন বলে ঘোষণা দিতে যাচ্ছেন। মাসুদুল হক সানু এবং দুরুদ মিয়া রনেল দুইজন সাংগঠনিকভাবে অনেক দক্ষ। রনেল করোনা মহামারীর সময় দেশে এবং যুক্তরাষ্ট্রে মানুষের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছেন এবং দক্ষ সংগঠকের পরিচয় দিয়েছেন।
দুইজন প্রার্থী স্বাধীনতার পক্ষে, অসাম্প্রদায়িক নীতি, ধর্মনিরপেক্ষ জালালাবাদ এসোসিয়েশন গঠন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। বলা বাহুল্য এবারের জালালাবাদের নির্বাচন অনেক উত্তেজনায় ভরা থাকবে।
Leave a Reply