সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর আয়োজনে জামিয়া মাদানিয়া তাহফীযুল কোরআন,ফেন্চুগন্জের এতিম মাদ্রাসায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।এতে প্রয়াত মরহুম কামাল আহমদ,মরহুম জিমাম চৌধুরী ,মরহুম ফখরুল ইসলাম খান সহ দেশবিদেশের করোনাক্রান্ত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।সিলেট সদর থানা এসোসিয়েশনের সম্মানিত সাধারন সম্পাদক ডি.এম রনেল অনুষ্টান শেষে সবাইকে ধন্যবাদ জানান।
Leave a Reply