বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার সহ- সভাপতি,সাবেক সাধারণ সম্পাদক জননন্দিত নেতা আসাদ উদ্দিন আহমদের জন্মদিন উপলক্ষে এক বিশেষ প্রার্থনা সভা নগরীর মেডিকেলস্থ ইসকন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
ইসকন মন্দিরের টেম্পল কমান্ডার ব্রম্মচারী ইসান প্রভুর উপস্থিতিতে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় । এইসময় মন্দিরের আরও ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন হিন্দু যুব পরিষদের আহবায়ক মলয় কর,মহানগর তাতী লীগের সহ-সভাপতি ও হিন্দু যুব পরিষদের সদস্য সচিব মিল্টন তালুকদার সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সৌরভ শাওন, শুভ দাস, সৈকত রায় শিমু, সাগর দাস, সৃজন রায়, সানী রায়, অম্লান দেবরায়,সৌরভ রায়,দিপু
দেব,অরুপ,শান্ত,প্রীতম,অন্তর,রাতুল
শ্রীমতী শর্মিলা,নন্দিতা দাস, কৃষ্ণপ্রিয়া দাসি, সঙ্গীতা তালুকদার সহ প্রমুখ।
Leave a Reply