
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের কমিটি শীঘ্রই পূর্ণাঙ্গ হচ্ছে। কমিটি গঠনের প্রস্তুতি চলতি মাসেই সম্পন্ন হবে বলে জানা যায়। এ বছরের ১৯শে জানুয়ারী জেলা ও মহানগর তাঁতীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করে কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় তাঁতী লীগ নেতৃবৃন্দ।
এসময় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ১ মাস সময় বেঁধে দেওয়া হলেও ইতিমধ্যে পেরিয়ে যায় ৪মাস। দীর্ঘ এ সময় মহামারী করোনা, লকডাউন ও আনুষঙ্গিক কারনে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। তবে বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী, সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মুহিদুর রহমান মুহিদ এর নির্দেশে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন করা হবে বলে জানান সিলেট তাঁতীলীগের দায়িত্বপ্রাপ্তরা।
এরআগে চলতি বছরের ১৯শে জানুয়ারী আহবায়ক কমিটি বিলুপ্ত করে জেলা ও মহানগর তাঁতীলীগের কমিটি অনুমোদন দেন বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, শেখ মো:আবুল হাসনাত বুলবুল কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
সিলেট তাঁতীলীগের দায়িত্বশীলরা জানান, কেন্দ্রীয় তাঁতীলীগের নির্দেশে ও সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তাঁতী সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিদের মূল্যায়নের পাশাপাশি পদবঞ্চিত ছাত্রনেতা, বিভিন্ন পেশাজীবী আওয়ামী পরিবারের সন্তানদের তাঁতী লীগের পূর্নাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে তারা জানান।
Leave a Reply