বানিয়াচং রাজপরিবারের সদস্য, অগ্রনী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম দেওয়ান মামুন রাজা(৭৩) ঢাকার একটি হাসপাতালে বিকাল ৩ টায় ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।
তিনি দেওয়ান হুমায়ূন রাজা সাহেবের ছেলে এবং দেওয়ান আজমান রাজা সাহেবের নাতী এবং দেওয়ান মাহবুব রাজা, দেওয়ান শ্যামায়ূন রাজা, দেওয়ান নোমান রাজা সাহেবের ভাই।
উল্লেখ্য দেওয়ান মামুন রাজা সাহেব সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সাধারণ সম্পাদক এবং দৈনিক ৭১.কম এর উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডি.এম রনেলের চাচা।
Leave a Reply